Big Breaking: তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Mysepik Webdesk: জল্পনার অবসান। তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে তিনি তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেন। এ দিন বিধায়ক হিসেবেও ইস্তফাপত্র লিখে নিজের হাতে তিনি জমা দেন। তারপরেই বিধায়ক হিসেবে তাঁর জন্য বরাদ্দ করা ঘরে ঢুকে যান। সেখান থেকে টাঙানো থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বেরিয়ে আসেন। বিধানসভার বাইরেও এলেন সেই ছবি হাতেই। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টা নাগাদ তিনি বিধানসভা এসে পৌঁছন। তারপরেই ইস্তফাপত্র তিনি স্পিকারের হাতে তুলে দেন। হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ছিলেন এই দুঁদে নেতা।
আরও পড়ুন: যতদিন রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাছে রাখবেন, তৃণমূল ছাড়ার আগে আবেগতাড়িত রাজীব

গত ২১ জানুয়ারি রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার পর জোর জল্পনা চলছিল, তিনি নাকি তৃণমূল শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে বিজেপিতে তিনি যোগ দেবেন কি দেবেন না, সেই উত্তর পাওয়া যাবে আগামী দিনে। তবে তিনি যে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তা অবশ্য জানালেন তিনি। হাওড়ার ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, তিনি রাজ্যের বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই লড়বেন।