বিহার ভোট: এনডিএ জোটে ফাটলের ইঙ্গিত

Mysepik Webdesk: আগামী মাসের শেষে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর পরে অনুষ্ঠিত হতে চলেছে বিহার বিধানসভা ভোট। সেই ভোটের দিন-ক্ষণ সবই ঠিক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে এনডিএ জোটে ফাটলের ইঙ্গিত পাওয়া গেল। শরিক দল এলজেপি-র সঙ্গে বনিবনা হচ্ছে না বিজেপির। জানা গেছে যে, কেন্দ্রের শাসকদলের মন্ত্রিসভার সদস্য রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান দেখা করেছেন জে পি নাড্ডার সঙ্গে।
আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম বিবেচনা করতে কংগ্রেসের বৈঠক আজ
উল্লেখ্য যে, জে পি নাড্ডা হলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। আসন বণ্টন নিয়ে যত শীঘ্রই সম্ভব যাতে সিদ্ধান্ত নেওয়া হয়, এ বিষয়ে চিরাগ পাসোয়ান সাক্ষাতে বিজেপি প্রধানকে জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, আসন বণ্টন নিয়ে শীঘ্রই যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১৪৩টি আসনে নিজেদের প্রার্থী দেবে শরিক দল এনসিপি। আর তা যদি হয়, ভেঙে যেতে পারে এই জোট।