শাহিনবাগের বিলকিস দাদিকে ‘ওয়ান্ডার ওম্যান’-এর সম্মান

Mysepik Webdesk: বিলকিস বানো যিনি বিলকিস দাদি নামেই সকলের কাছে পরিচিত। তিনি শাহিনবাগে সিএএ বিরোধী প্রতিবাদের অন্যতম মুখ। প্রতিবাদী অশীতিপর বিলকিস দাদি এবছর মার্কিন টাইম ম্যাগাজিনের বিচারে দুনিয়ার ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে জায়গা পেয়েছিলেন। গত এক শতকের শীতলতম মরশুমে হাড় কাঁপানো ঠান্ডায় নাগরিকত্ব সংশোধনী বিলের (CAA) প্রতিবাদে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসেন বহু মহিলা। মুখে একগাল হাসি আর কাঁধে শাল জড়িয়ে সেই মহিলাদের ভিড়ে ছিলেন ৮২ বছরের বিলকিসও। হলিউড অভিনেত্রী গাল গাদোত সেই বিলকিস দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন।
আরও পড়ুন: উন্মুক্ত উরু! শর্ট ড্রেসে সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে জমিয়ে নাচলেন গুনগুন

পর্দার ওয়ান্ডার ওম্যান বলেন, ব্যক্তিগত জীবনে ওয়ান্ডার ওম্যান হিসেবে বিলকিস বানো তাঁকে অনুপ্রাণিত করেছেন। বিশ্বজুড়ে যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাপ রেখেছেন তাঁদের তিনি ইনস্টাগ্রাম স্টোরি পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: কাঠের আগুনে রান্না করছেন ভাইজান! ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামে তিনি লিখছেন, ২০২০-কে বিদায় জানাচ্ছি। আমার ব্যক্তিগত ওয়ান্ডার ওমেন। এদের মধ্যে কেউ আমার পরিবার, কেউ বন্ধু, কেউ কেউ আমায় অনুপ্রাণিত করেছেন, কেউ আবার ব্যতিক্রমী। এঁদের সঙ্গে আমি ভবিষ্যতে দেখা করার ইচ্ছে রাখি। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়।