হাথরস ধর্ষণকাণ্ডের প্রতিবাদে মিছিল বীরভূমে

বোলপুর, ২ অক্টোবর: উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ডের জেরে প্রতিবাদ মিছিল বীরভূমে। উত্তরপ্রদেশ সরকার ও পুলিশের এই অমানবিক অন্যায় আচরণের প্রতিবাদ জানিয়ে গর্জে উঠল সিপিআইএমের ছাত্র শাখা। যুব ও মহিলা সংগঠনও প্রতিবাদ মিছিল বের করে। আজ বোলপুরে মহিলা-ছাত্র-যুব-কৃষক-ক্ষেতমজুর একসঙ্গে উত্তরপ্রদেশের হাথরস ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে সাধারণ মানুষও যোগ দেন। প্রতিবাদ মিছিল থেকে একইসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ সারাদেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে মিছিল সংগঠিত করল।
আরও পড়ুন: একধাক্কায় পশ্চিমবঙ্গে অর্ধেক হয়ে গেল করোনা পরীক্ষার খরচ
উত্তরপ্রদেশের যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষিতাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহলেও। সিপিআইএম তাদের রাজনৈতিক ভাবে প্রতিবাদ মিছিল যেমন করেছে তেমনি সোশ্যাল মিডিয়াতেও চলছে নিন্দার ঝড়। ধর্ষণ করে খুন এবং তারপর পরিবারের সম্মতি ছাড়াই সেই কিশোরীকে দাহ করার মতো নির্মম ঘটনায় উদ্বিগ্ন নারী আন্দোলনের কর্মীরাও। কারণ বাস্তবে আজ দেশের নারীরা যে কত বিপন্ন, তা হাথরসের ঘটনা থেকে প্রমাণিত।