বাড়ছে বার্ড ফ্লু, এবার তালিকায় নাম জুড়ল মহারাষ্ট্রের

Mysepik Webdesk: বার্ড ফ্লু-এর তালিকায় আরও একটি রাজ্যের নাম যুক্ত হল। এবার মহারাষ্ট্রে দেখা দিয়েছে বার্ড ফ্লু-এর আতঙ্ক। গত তিনদিন আগেই মহারাষ্ট্রের পারভানি জেলার মুরুম্বা গ্রামের একটি পোল্ট্রি ফার্মে ৮০০ মুরগি মারা যায়। সেখান থেকে নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ল্যাবরেটরিতে। সেই রিপোর্ট আসতেই দেখা যায় মুরগির মৃত্যু হয়েছে বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়ে। ইতিমধ্যেই গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশের নাম রয়েছে বার্ড ফ্লু-এর তালিকায়। এবার নাম যুক্ত হল মহারাষ্ট্রের।
আরও পড়ুন: চণ্ডীগড়ে কমছে করোনা রোগীর সংখ্যা, শহরে আজ বিনামূল্যে করোনা টেস্ট

করোনা অতিমারীর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বার্ড ফ্লু। আর সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা জারি করে ভারতের কয়েকটি রাজ্যকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। সংক্রমণ ছড়ানোর ভয়ে শুধুমাত্র হরিয়ানাতেই গত ১০ দিনে ২০টি ফার্মের মোট ৪ লক্ষেরও বেশি পোল্ট্রির মুরগি মরে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। হিমাচল প্রদেশে সম্প্রতি ২ হাজারেরও বেশি পরিযায়ী পাখির মৃত্যু হওয়াতে বার্ড ফ্লু নিয়ে সতর্ক হয়েছে কেন্দ্র। ওই রাজ্যগুলিতে আগামী ১৫ দিন, হাঁস-মুরগির মাংস, মাছ, ডিম ও পোলট্রিজাত পণ্যের কেনাবেচা ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে।