হায়দরাবাদ ৭৮ টি আসনে এগিয়ে বিজেপি

Mysepik Webdesk: হায়দরাবাদের ভোটে জয়জয়কার বিজেপির। পুরসভা নির্বাচনের ফলাফলে ৭৮ টি আসনে এগিয়ে গেল বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে TRS। ১৭ টি আসনে এগিয়ে আছে AIMIM। একটি আসনে এগিয়ে আছে কংগ্রেস এবং AIMIM ১ টি আসনে জয় পেয়েছে। গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের গণনা চলছে।
আরও পড়ুন: নামজাদা ব্র্যান্ডের মধুতে মেশানো হচ্ছে চিনির রস, দাবি সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের

গ্রেটার হায়দরাবাদ পুরসভা দেশের সবথেকে বড় পুরসভার মধ্যে একটি। চারটি জেলা নিয়ে গঠিত এই গোটা এলাকায় ২৪ টি বিধানসভা আসন আছে। আর তেলেঙ্গানার পাঁচটি লোকসভা কেন্দ্র আছে। প্রাথমিক গণনায় হায়দরাবাদের পুরসভা নির্বাচনে ৭৮ টি আসনে এগিয়ে বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে TRS। ১৭ টি আসনে এগিয়ে রয়েছে AIMIM। কংগ্রেস এগিয়ে মাত্র ১ টি আসনে। AIMIM ১ টি আসনে জয়লাভ করেছে।