নদিয়ার আঁশতলা বাজারে সরস্বতী প্রতিমা বিতরণ বিজেপি যুব মোর্চার

Mysepik Webdesk: করোনাভাইরাসের কারণে দেশজুড়ে দীর্ঘ লকডাউন জারি ছিল। ফলে কর্মহীন হয়ে পড়ে বহু মানুষ। ধীরে ধীরে স্বাভাবিক জীবযাত্রায় ফিরলেও স্বল্প উপার্জনে লকডাউনের ঘাটতি মেটাতে নাজেহাল পরিবার প্রধানগণ। অথচ এমন সময় ঘরে ঘরে সরস্বতীর আগমন। এবারে হয়তো পাড়ার মোড়ের কচিকাঁচাদের পুজোটাও বন্ধ থাকবে!
আরও পড়ুন: গভীর রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল শান্তিপুর
নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব মোর্চার ৩১ নম্বর জেলা পরিষদ মন্ডলের সদস্যরা কচিকাঁচাদের সেই কষ্টটা হয়তো আঁচ করতে পেরেছিলন। তাই তো কুমোরদের কাজ থেকে সরস্বতী প্রতিমা কিনে আঁশতলা সুভাষপল্লী বাজারে শিশু-কিশোরদের মাঝে প্রতিমা বিতরণ করলেন। উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষ, জেলা যুব সাধারণ সম্পাদক দীনেশ রায়, রাজ্য বিজেপির সদস্য অনল বিশ্বাস ও মন্ডল যুব সভাপতি রাজীব ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব। প্রতিমা পেয়ে খুশি ছোট ছোট পুজো আয়োজকরা।