Mysepik Webdesk: অ্যাশেজ সিরিজে টানা তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। মেলবোর্নে তৃতীয় টেস্টে ইনিংস ও ১৪ রানে পরাজিত হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সাত রানে ছয় উইকেট নেন স্কট বোল্যান্ড। মিচেল স্টার্ক তিনটি ও ক্যামেরন গ্রিন পান একটি উইকেট। এই জয়ের ফলে ৫ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের নামে করলে নিলেন অজিরা। ৪ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিন খেলা শুরু করে ইংল্যান্ড। যদিও আজকের সকালটা তাদের কাছে দুঃস্বপ্নের মতো প্রমাণিত হয়। কোনও ব্রিটিশ ব্যাটসম্যানই এদিন অজি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৪৬ রানে ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন ঘটে। ১৬ বলে ১১ রান করে আউট হন বেন স্টোকস।
আরও পড়ুন: অ্যাশেজ: ৩য় টেস্টের ২য় দিনের শেষেও অ্যাডভান্টেজ সেই অস্ট্রেলিয়াই
দ্বিতীয় ইনিংসে ৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। স্কোরবোর্ডে যখন ৬০ রান, জনি বেয়ারস্টো এলবিডব্লিউ হয়ে যান স্কট বোল্যান্ডের বলে। এর মাত্র এক রান পর ইংল্যান্ড তাদের সপ্তম উইকেটও হারায়। বোল্যান্ডের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলয়ন ফেরেন অধিনায়ক জো রুটও। রুট ৫৯ বলে ২৮ রান করেন। এরপর একে-একে মার্ক উড, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন কেউই টিকে থাকতে পারেননি।
আরও পড়ুন: ধোনির অবসর সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন রবি শাস্ত্রী
স্কট বোল্যান্ডের সামনে মাথা নত করে ইংল্যান্ড। তৃতীয় দিনে ইংল্যান্ডের ৬ উইকেটের পতন ঘটে। এর মধ্যে বোল্যান্ড একাই নেন ৪টি উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁর নামের পাশে ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট। বোল্যান্ড ছাড়াও অধিনায়ক মিচেল স্টার্ক ১০ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ক্যামেরন গ্রিন ৩.৪ ওভারে ৮ রানে ১ উইকেট নেন।