NCB দপ্তরে হাজিরা দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

Mysepik Webdesk: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে একাধিক বলিউড অভিনেতাদের নাম উঠে এসেছে মাদককাণ্ডে। ইতিমধ্যেই মাদক যোগের তদন্তে ২০ জন বলিউড তারকাকে গ্রেপ্তার করেছে NCB। তাঁদের মধ্যে রয়েছেন গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের ভাই আগিসিয়ালোস দেমেত্রিয়াদেসও। তাঁকে মাদক সমেত লোনাভলা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরে নাম উঠে আসে অভিনেতা অর্জুন রামপালের। গত ৯ নভেম্বর অভিনেতার বাড়িতে তল্লাশি চালায় নার্কোটিক্স ব্যুরো। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অভিনেতাকে। তিনি NCB দপ্তরে এদিন হাজিরা দিলেন।
আরও পড়ুন: জলের নিচে অভিনেত্রীর মধুচন্দ্রিমার ছবি ভাইরাল
ইতিমধ্যেই একদিন আগে গ্রেপ্তার হয়েছেন অর্জুনের বন্ধু পল বার্টেল। অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ল্যাপটপ, মোবাইল ও ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, অর্জুনের বাড়িতে এমন কিছু ওষুধ পাওয়া গিয়েছে, যা NDPS আইনে ভারতবর্ষে নিষিদ্ধ। আর সেই কারণেই জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুনের গাড়ির চালককেও। অবশেষে এনসিবির দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা।