Latest News

Popular Posts

সস্ত্রীক করোনায় আক্রান্ত বলিউড গায়ক অরিজিৎ সিং

সস্ত্রীক করোনায় আক্রান্ত বলিউড গায়ক অরিজিৎ সিং

Mysepik Webdesk: করোনা আক্রান্ত হলেন বলিউড গায়ক অরিজিৎ সিং। জানা গিয়েছে, তাঁর স্ত্রীও কোভিড পজিটিভ। দু’জনেই বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের দু’জনের কারও শরীরে করোনার বিশেষ কোনও উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে গায়ক তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমায় ও আমার স্ত্রী কোভিড পজিটিভ। আমরা দু’জনেই ভালো আছি, হোম কোয়ারেন্টাইনে রয়েছি।”

আরও পড়ুন: প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসাবে অস্কার বিজয়ী সিডনি পোইটিয়ার প্রয়াত

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারী সংগীতশিল্পী সোনু নিগম করোনা আক্রান্ত হয়েছিলেন। সোনু নিগমের স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন। শিল্পী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি দুবাইতে আছেন। কয়েকদিনের মধ্যেই তাঁর ওড়িশার ভুবনেশ্বরে শো করতে যাওয়ার কথা ছিল। কিন্তু, করোনা আক্রান্ত হওয়ার জন্য তিনি সেই শো করতে যেতে পারবেন না।

আরও পড়ুন: করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা ঋদ্ধি সেন

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন অরিজিৎ সিংয়ের মা। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনামুক্ত হলেও তাঁর শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছিল। পাশাপাশি একাধিক কোমর্বিডি থাকায় তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। ঢাকুরিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু, শেষরক্ষা হয়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *