Mysepik Webdesk: সামনেই সাধারণতন্ত্র দিবস। তার আগেই দিল্লিতে ফের বোমাতঙ্ক। পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে দুই বেওয়ারিশ ব্যাগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছড়াল আতঙ্ক। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তায়। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। পৌঁছে যায় ডগ স্কোয়াডও। ব্যাগ দুটির মধ্যে সন্দেহজনক কিছু খোঁজার চেষ্টা করা হলেও মেলেনি কিছুই।
আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের প্যারেড সকাল ১০টার পরিবর্তে শুরু হবে ৩০ মিনিট দেরিতে
পুলিশ জানিয়েছে, ওই ব্যাগদুটির মধ্যে মিলেছে একটি ল্যাপটপ, চার্জার ও একটি জলের বোতল। এছাড়াও ব্যাগের মধ্যে কিছু খাবারও পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, ব্যাগদুটিকে কেউ ভুল করে ফেলে রেখে গিয়েছিল। ব্যাগের মালিকের খোঁজ করছে পুলিশ। কে কারা কি উদ্দেশ্যে ওই ব্যাগ দুটি ওখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দিন দুপুরে ত্রিলোকপুরী অঞ্চল থেকে দিল্লি পুলিশের কাছে একটি ফোন আসে। ফোন ওই বাগদুটির কথা পুলিশকে জানানো হয়। ফোন পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশের অধিকর্তারা।