বক্সিং ডে টেস্টে পাল্লা ভারী ভারতের

Mysepik Webdesk: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসের ছয় উইকেট হারিয়ে ১৩৩ রানের স্কোর নিয়ে তৃতীয় দিন সোমবার শেষ করেছে অস্ট্রেলিয়া। এর আগে ৩২৬ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অজিঙ্কা রাহানে করেন ১১২। রবীন্দ্র জাদেজা ৫৭ রানে আউট হয়েছেন। ১৩১ রানের মহামূল্যবান লিড পায় ভারত। তৃতীয় দিনের অস্ট্রেলিয়া ২ রানে লিড নিয়েছে। ক্যামেরন গ্রিন ১৭ এবং প্যাট কামিন্স ১৫ রানে অপরাজিত রয়েছেন। দু’জনেই এখনও পর্যন্ত ৩৪ রানের জুটি গড়েছেন।
আরও পড়ুন: বিশ্ব একাদশ নয়, আইপিএলের দল ঘোষণা করেছে আইসিসি: তোপ শোয়েব আখতারের
টেস্ট ম্যাচের এখনও দু’দিন বাকি। তবে ম্যাচের পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, দেখে মনে হচ্ছে চতুর্থ দিনেই ম্যাচটি শেষ হয়ে যাবে। বাকি চার অজি ব্যাটসম্যানকে যত তাড়াতাড়ি সম্ভব, আগামীকাল প্যাভিলিয়নে ফেরাতে হবে টিম ইন্ডিয়ার বোলারদের। বুমরাহ, উমেশ সিরাজ, অশ্বিন নিয়েছেন ১টি করে উইকেট। রবীন্দ্র জাদেজা পেয়েছেন দুটি উইকেট। তবে, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে পাল্লা ভারী ভারতের দিকে।