৪-১ গোলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল

Mysepik Webdesk: খেলাটি ছিল চার দলের টুর্নামেন্ট শি বিলিভস কাপের। মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ব্রাজিল এবং আর্জেন্টিনার মেয়েরা। ফ্লোরিডার এক্সফ্লোরিয়া স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-১ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। উল্লেখ্য যে, করোনাকালে দীর্ঘদিন ফুটবল স্থগিত থাকার পর এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলে ফিরেছে বিশ্ব নারী ফুটবল।
আরও পড়ুন: একাই কাফি এমবাপ্পে, ১-৪ গোলে পর্যুদস্ত মেসিরা

ম্যাচের শুরু থেকেই মাঠের রাশ নিজেদের দখলে নেয় ব্রাজিল। তার ফলও হাতেনাতে পায় তারা। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের প্রমীলা ব্রিগেডকে এগিয়ে দেন মার্তা। এরপর ৪৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান অলিভেরিয়া। জোড়া গোলে এগিয়ে যাওয়ার ৭ মিনিট পর আনন্দ তিনগুণ হয় পেলের দেশের মেয়েদের। ৫৪ মিনিটে গোল করেন আদ্রিয়ানা।
আরও পড়ুন: আইপিএল নিলামে কে কোন দলে

যদিও ৬০ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন লারোকুয়েতে। তবে এই গোল বিশেষ কাজে আসেনি। ৮৪ মিনিটে ব্রাজিলের হয়ে স্কোরলাইন ৪-১ করেন গেসি। এদিন ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছিল ব্রাজিল। অন্যদিকে, ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। উল্লেখ্য, টুর্নামেন্টের অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে কানাডাকে। ২২ ফেব্রুয়ারি ব্রাজিল মুখোমুখি হবে তিনবারের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আমেরিকার সঙ্গে। অন্যদিকে, একদিনে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।