Mysepik Webdesk: ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পার্ক সার্কাস এলাকার কাছে মল্লিক বাজারে। জানা গিয়েছে, ‘পার্ক শো হাউস’ নামের একটি সিনেমাহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৩ টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। ওই সিনেমাহলটি বন্ধ ছিল। কিন্ত, কীভাবে একটি বন্ধ থাকা সিনেমাহলে আগুন লাগতে পারে, তা বোঝা যাচ্ছে না। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
হলের কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছেন দমকলকর্মীরা। সবচেয়ে ভয়ের বিষয়, ওই সিনেমা হলের পাশেই রয়েছে হাসপাতাল। পেছনে রয়েছে একটি ঝুপড়ি। ফলে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আগুন ছড়িয়ে গিয়ে আরও বড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকা ঝেঁকে গিয়েছে কালো ধোঁয়ায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম দমকলে আগুন লাগার খবর দেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি আগুন।