Mysepik Webdesk: ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সহ-সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, যশবন্ত সিনহা এবং সুব্রত বক্সী। এছাড়াও তৃণমূলের জাতীয় মুখপাত্র হলেন সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার ও মহুয়া মিত্র। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ও কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে থাকছেন ফিরহাদ হাকিম। কোষাধ্যক্ষ হলেন অরূপ বিশ্বাস। নীতি নির্ধারণ কমিটিতে থাকছেন যশোবন্ত সিনহা ও অমিত মিত্র।
আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলিকে ফের পুরো বেতন দিতে হবে অভিভাবকদের
এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর রাজ্যের তিন পুরসভার মেয়রের নাম ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। ডেপুটি মেয়র হচ্ছেন অনিতা মন্ডল। চেয়ারম্যান সব্যসাচী দত্ত। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হোক এবং অভিজিৎ ঘটক।
আরও পড়ুন: ধনকরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করল হাইকোর্ট
প্রসঙ্গত, এদিনের বৈঠকে ভিনরাজ্য থেকেও একাধিক তৃণমূল নেতারা এসেছিলেন। উপস্থিত ছিলেন মেঘালয়ের মুকুল সাংমা, উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ার। ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন ভিন রাজ্যের নেতারা।