এক সপ্তাহের মধ্যেই ফাইজারের করোনার টিকা পেতে চলেছে ব্রিটেন

Mysepik Webdesk: অবশেষে করোনার হাত থেকে বিশ্ববাসীকে মুক্তির আলো দেখাচ্ছে ফাইজার। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজারের তৈরি প্রথম করোনার টিকা দেওয়া হতে চলেছে ব্রিটেনবাসীকে। তবে প্রথম সপ্তাহে শুধুমাত্র আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রেই এই টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রথমে এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছিল মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রডাক্টস রেগুলেটরি অথারিটি। এরপরই এই টিকা প্রয়োগের অনুমতি দেয় ব্রিটেন সরকার।
আরও পড়ুন: উচ্চ শব্দে গান শোনায় কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা!

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ব্রিটেনে এক কোটি ডোজের ভ্যাকসিন চলে আসতে পারে। তবে এই ভ্যাকসিন প্রয়োগের পর রোগীর শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, তার ওপর কড়া নজর রাখবে ব্রিটেন সরকার। এমআরএমএ প্রযুক্তিতে জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে তৈরি ফাইজারের এই টিকা ৬টি দেশে ট্রায়াল চালানোর পর সংস্থা দেয়, এই টিকা করোনা রোগীদের ক্ষেত্রে দারুন কার্যকরী এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।