Mysepik Webdesk: ভারতের বাজারে মোবাইল সার্ভিস পরিষেবা সংস্থাগুলি প্রথম থেকেই একে অপরকে টক্কর দিয়ে চলেছে। সংস্থাগুলি নিত্যনতুন প্ল্যান নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। পাশাপাশি একাধিক চমকপ্রদ প্ল্যান নিয়ে এসে গ্রাহক ভাঙানোরও চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাগুলি। এবার jio, Airtel, VI -কে টেক্কা দেওয়ার জন্য চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। আসুন দেখে নেওয়া যাক ওই চারটি প্ল্যানের দাম ও রিচার্জের ক্ষেত্রে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন।
আরও পড়ুন: বাজারে ফিরছে Yezdi বাইক, জোর টক্কর হতে পারে Royal Enfield -এর সঙ্গে
১) ১৮৪ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে BSNL ২৮ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল এবং রোমিং ভয়েস কলিংয়ের সুবিধা। দৈনিক পাওয়া যাবে ১ GB হাইস্পিড ডেটা, দৈনিক বিনামূল্যে ১০০ টি মেসেজ, নিজস্ব কালের টিউন ও পোডকাস্টের সুবিধা।
২) ১৮৫ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। বিনামূল্যে লোকাল এবং রোমিং কলের সুবিধা। দৈনিক পাওয়া যাবে ১ GB হাইস্পিড ডেটা, দৈনিক বিনামূল্যে ১০০ টি মেসেজ, নিজস্ব কলার টিউন, পোডকাস্ট ও চ্যালেঞ্জ এরিনা মোবাইল গেমিং -এর সুবিধা।
আরও পড়ুন: গুজরাতে ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন মুকেশ আম্বানি
৩) ১৮৬ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। বিনামূল্যে লোকাল এবং রোমিং কলের সুবিধা। দৈনিক পাওয়া যাবে ১ GB হাইস্পিড ডেটা, দৈনিক বিনামূল্যে ১০০ টি মেসেজ, নিজস্ব কলার টিউন ও হার্ডি গেমস সার্ভিস -এর সুবিধা।
৪) ৩৪৭ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৫৬ দিনের ভ্যালিডিটি। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। দৈনিক ২ GB করে ডেটা, দৈনিক বিনামূল্যে ১০০ টি মেসেজ ও চ্যালেঞ্জ এরিনা মোবাইল গেমিং -এর সুবিধা।