হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Mysepik Webdesk: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালেই দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্ত্রী মিরা ভট্টাচার্যের সঙ্গে বাড়ি ফিরলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর শরীরের সমস্ত প্যারামিটারও স্বাভাবিক রয়েছে। সকাল ১১ টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা। তাঁকে আপাতত বাড়িতে তৈরি আইসিইউ-তেই রাখা হবে।
আরও পড়ুন: উঠে গেল দিল্লি-কলকাতা রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা

গত ৯ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর থেকেই তাঁকে হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়। তবে এদিন তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচ্ছন্ন ভাব আর নেই। তিনি স্বাভাবিক কথাও বলতে পারছেন। ইতিমধ্যেই ৫ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ হয়েছে তাঁর। তবে তাঁর বাই প্যাপে থাকার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দ্রুত বাড়ি ফিরে তিনি পড়াশোনা ও লেখালেখির কাজ শুরু করতে চান বলে চিকিৎসকদের জানিয়েছেন তিনি।