বাজেট ২০২১: প্রবীণ ব্যক্তিদের জন্য আয়করে বিশেষ ছাড়

এবারের বাজেট হচ্ছে অতিমারি করোনার মধ্যে। এমন বাজেট গত ১০০ বছরে ভারতবাসী দেখেনি। সকাল এগারোটার পর এদিন বাজেট অধিবেশন শুরু হয়েছে। সেখানে অনাবাসী ভারতীয়দের জন্য স্বস্তির খবর সামনে এসেছে। কারণ অনেক সরল হচ্ছে আয়করের বিষয়। তাছাড়াও স্বল্প আয়কর দাতাদের আয়কর সংক্রান্ত যেকোনও বিরোধের সমস্যার জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২১: রাষ্ট্রায়িত ব্যাঙ্কগুলিতে ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ

আয়কর রিটার্ন দেওয়া হবে না পেনশন প্রাপকদের জন্য। ব্যাঙ্কে পেনশনের ক্ষেত্রে টিডিএস কাটা হত, যা এখন থেকে কাটা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরফলে প্রবীণ ব্যক্তিরা আয়করে বিশেষ ছাড় পেতে চলেছেন। কারণ তাঁদের জন্য আয়করে বাধ্যবাধকতা কমেছে।