Mysepik Webdesk: আজ সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই অধিবেশন। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার রত্ন ও গয়নার ওপর শুল্ক কমিয়েছে। শুল্ক কমানো হয়েছে ৫ শতাংশ।
আরও পড়ুন: বাজেট ২০২২: জেনে নিন কোন কোন পণ্যের দাম বাড়ল এবং কমল
এ ছাড়া কাটা ও পালিশ করা হিরের ওপর শুল্কও কমিয়েছে সরকার। এতেও ৫ শতাংশ কমানো হয়েছে। স্টিলের স্ক্র্যাপের শুল্ক এক বছরের জন্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে মেন্থা তেলের ওপর শুল্কও কমানো হয়েছে।