বুমরাহ-শামিকে ভয় পাওয়ার মতো কিছু নেই: ল্যাঙ্গার

Mysepik Webdesk: হাতে মাত্র একদিন বাকি। এরপরেই শুরু হতে চলেছে ভারতের অস্ট্রেলিয়া সফর। তার আগে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, তাঁর দলের ব্যাটসম্যানরা সাম্প্রতিক অতীতে অনেকবার ভারতীয় বোলারদের মুখোমুখি হয়েছেন। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির মতো বোলারদের অজিরা সম্মান করেন, ভয় পান না। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজে সহজেই সামলে নেবেন ভারতীয় বোলারদের।
আরও পড়ুন: নেগেটিভ কোভিড রিপোর্ট আনেননি, ৫ ভারতীয় তিরন্দাজকে বাদ দেওয়া হল অলিম্পিক স্কোয়াড থেকে

ল্যাঙ্গার বলেন, ‘‘আমরা জানি বুমরাহ বিশ্বমানের বোলার। ওর সঙ্গে শামির জুটিও দুর্দান্ত। তবে আমাদের খেলোয়াড়রা ওদের বিরুদ্ধে অনেকবার আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচে খেলেছে। এর আগে আমরা ভারতের বিপক্ষে ১৪টি ওয়ানডে খেলেছি এবং উভয় দলই সমানভাবে জিতেছে। ভারতীয় স্পিনাররাও দুর্দান্ত। নবদীপ সাইনি এবং টি নাটরাজন এর মতো তরুণ খেলোয়াড়রাও ভালো। তবে আমাদের ব্যাটসম্যানরাও কঠোর পরিশ্রম করছে।”