পাকিস্তানি কন্যার মৃত্যু রহস্যের কিনারা করতে ফের হইচইয়ের পর্দায় ব্যোমকেশ, মুক্তি পেল ট্রেলার

Mysepik Webdesk: বছরের শুরুতেই মুক্তি পেল ব্যোমকেশ সিরিজের নতুন গল্পের ট্রেলার। এবার সত্য অন্বেষণে বেরিয়ে এক পাকিস্তানী কন্যার মৃত্যু রহস্যের উন্মোচন করতে চলেছেন তিনি। রহস্য-রোমাঞ্চে ভরপুর ব্যোমকেশের নতুন গল্পের ট্রেলারটি রবিবার প্রকাশ্যে এসেছে। এটিই ব্যোমকেশ-এর ষষ্ঠ সিজন। গল্পের সূত্রপাত হেনা মল্লিক ওরফে দর্শনা বনিককে ঘিরে, যিনি একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এই সিরিজটিতে অনির্বান ছাড়াও অভিনয় করেছেন সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজী, সৌমেন্দ্র ভট্টাচার্য, দেবশংকর হালদার, উজান চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শাওন।
আরও পড়ুন: নতুন বছরে প্রকাশ্যে এল শাহরুখের নতুন ভিডিও
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ গল্পের অবলম্বনে তৈরি ওটিটি প্লাটফর্ম হইচইয়ের এই সিরিজ প্রথম থেকেই দর্শকদের কাছে দারুন জনপ্রিয়। বাঙালির নস্ট্যালজিয়াকে উস্কে দিতেই এবার ব্যোমকেশ সিরিজের নতুন সংযোজন হল ‘মগ্ন মৈনাক’। সিরিজের পরিচালনা করেছেন সৌমিক হালদার। আগের সিরিজের মতোই এই সিরিজে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই তিনি দর্শকদের কাছে ব্যোমকেশের চরিত্রে সেরা হয়ে উঠেছেন। এক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম নেই। এবারেও তাঁর লুক, অভিনয় সবকিছুই যে দর্শকদের মুগ্ধ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।