ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে গোলাপি টেস্টেই অভিষেক ক্যামেরন গ্রিনের

Mysepik Webdesk: মঙ্গলবার অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ফিট হয়ে উঠলে ব্যাগি গ্রিনের জার্সি গায়ে টেস্ট ম্যাচে অভিষেক ঘটাবেন। গত সপ্তাহে টিম ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের অনুশীলন ম্যাচের সময় মাথায় চোট পেয়েছিলেন গ্রিন। ২১ বছর বয়সি অলরাউন্ডার গ্রিন বোলিং করছিলেন এবং জসপ্রীত বুমরাহ তাঁর বলে একটি স্ট্রেট ড্রাইভ মারেন। ক্যাচ ধরার চেষ্টা করার সময় বলটি তাঁর হাত থেকে বেরিয়ে মাথার বাঁ-দিকে আঘাত করে। এরপর গ্রিন তিন দিনের অনুশীলন ম্যাচের বাকি অংশে আর মাঠে নামেননি।
আরও পড়ুন: দিল্লি ক্রিকেটে নির্বাচক পদের জন্য আবেদন কীর্তি আজাদের

কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘‘ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে ও অবশ্যই খেলবে। আমরা একটি প্রোটোকলের মধ্যে দিয়ে যাচ্ছি। যখন ও সুস্থ অনুভব করবে, তখনই ট্রেনিং শুরু করবে। এর পরে সে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করবে। গ্রিনের অভিষেক অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং ওর পরিবারের জন্য খুব আকর্ষণীয় হবে।” বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে, যা ডে-নাইট টেস্ট।