পতাকা উড়িয়ে ভারতীয় কৃষক আন্দোলনকে সমর্থন কানাডা-আমেরিকার খলিস্তানপন্থীদের

Mysepik Webdesk: আগেই সমর্থন করেছিল, এবার দিল্লির রাজপথে বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়ালেন খলিস্তানপন্থীরা। কানাডা, আমেরিকা-সহ একাধিক দেশে ভারতীয় দূতাবাসের সামনে খলিস্তানি পতাকা তুললেন বিচ্ছিন্নতাবাদীরা। শুধু তাই নয়, তাদের ভারতীয় সংবিধানের প্রতিলিপিও পোড়াতে দেখা গিয়েছে। তাঁদের দাবি, ভারতের সরকারের কৃষি আইন বাতিল করতে হবে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় উদ্ধার ৩৩ শিশুর ৮ যৌন নিপীড়নের শিকার
খলিস্তানপন্থীদের প্রথম বিক্ষোভটি দেখা যায় আমেরিকায়। ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসের বাইরে জড়ো হন একদল খলিস্তানপন্থী। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল ‘আমরা কৃষক, সন্ত্রাসবাদী নই।’ তাদের মুখে সোনা যায় ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা যায় তাদের। শুধু আমেরিকা নয় বিক্ষোভের ঘটনা ঘটেছে ইটালি ও রোমে অবস্থিত ভারতীয় দূতাবাসের বাইরেও। সেখানেও খলিস্তানপন্থীদের জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। কেন্দ্রের অভিযোগ, দিল্লির আন্দোলনকারীদের উসকানি দিচ্ছে এই খলিস্তানপন্থীরা।