Mysepik Webdesk: ভারতের সাধারণতন্ত্র দিবসের দিন পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নেতাজির ট্যাবলো প্রদর্শনী নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নেতাজি ট্যাবলো দিল্লির রাজপথে প্রদর্শনের জন্য। কিন্তু, তাতেও সুরাহা হয়নি। খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথের প্যারেডে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার কথা রাজ্যকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন। বাংলার পাশাপাশি বাদ পড়েছে তামিলনাড়ুর ট্যাবলোও। কিন্তু, তাতেও দমে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে না হোক, সাধারণতন্ত্র দিবসের দিন কলকাতার রেড রোডের অনুষ্ঠানেই প্রদর্শিত হতে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর থিমে তৈরি করা বাংলার ট্যাবলো।
আরও পড়ুন: মাওবাদীযোগ সন্দেহে সল্টলেকে থেকে NIA -এর হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের ব্যবসায়ী
জানা গিয়েছে, ২৬ জানুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যাবে নেতাজি থিমের ট্যাবলো। জানা গিয়েছে, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ভাবে সাজানো হবে সেই ট্যাবলো। করোনা আবহে সমগ্র অনুষ্ঠানটি কোভিডবিধি মেনেই করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়ে ভোট প্রচারে উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা!
প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই বছর দেশের সাধারণতন্ত্র দিবসে দিল্লির শোভাযাত্রায় বাংলার ট্যাবলোর বিষয় ছিল নেতাজি এবং আইএনএ। সেই ট্যাবলো কেন্দ্রের পক্ষ থেকে বাতিল করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন। পাশাপাশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লেখেন অধীররঞ্জন চৌধুরী। তথাগত রায়ও টুইট করে প্রধানমন্ত্রীকে আর্জি জানান। তারপরও বাংলার ট্যাবলো স্থান পাচ্ছে না নয়াদিল্লির রাজপথে। মঙ্গলবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে একথা স্পষ্ট করে দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।