লাল জিম স্যুটে ক্যাট!

Mysepik Webdesk: ফের জিমে গিয়ে পুরোদম ওয়ার্ক আউট করতে শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। তিনি ভীষণই জিমে ওয়ার্কআউট করতে ভালোবাসে। তার জিম করার বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। গ্যামার দুনিয়ায় নিজেকে ফিট ও ত্বনী রাখাটা ভীষণ জরুরি বলেই মনে করেন ক্যাট। তবে লকডাউনের জন্য জিমে যাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়ে ছিল। তবে এবার ফের জিমে যাওয়া শুরু করে নতুন ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। লাল জিম স্যুটে ট্রেনারের অধীনে ওয়ার্ক আউট করতে দেখা গেল ক্যাটরিনাকে।
আরও পড়ুন: মহাভারতের যুগে ভিকি! কি ভাবে পৌঁছালেন?
কিছুদিন আগে বোন ইজাবেলার সঙ্গে ঘুরতে গিয়ে ছবি পোস্ট করেছিলেন ক্যাটরিনা। পরে জানা গিয়েছিল বোন ইজাবেলার ছাড়া বয়ফ্রেড ভিকি কৌশলও তাদের সঙ্গে সময় কাটিয়েছেন। ভিকি সঙ্গে প্রায় এখন দেখা যাচ্ছে ক্যাটকে। তাদের মধ্যে আদৌ কোন সম্পর্ক আছে কিনা এখনও সেই সব প্রকাশ্য তারা দুজনেই জানানি। বন্ধু বলেই সকলকে কথাটি এড়িয়ে যান তারা।