মেলবোর্নের ইনিংস আমার কাছে অল টাইম স্পেশাল হয়ে থাকবে: রাহানে

Mysepik Webdesk: অস্ট্রেলিয়ায় শেষ তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। তিনি মেলবোর্ন টেস্টে করা তাঁর ২২৩ বলে ১১২ রানকে সেরা ইনিংস বলেছেন। স্পোর্টস টুডের সঙ্গে আলাপকালে রাহানে জানিয়েছেন যে, যে স্কোর দলকে ম্যাচ জেতাতে সাহায্য করে তা-ই বিশেষ। তিনি আরও জানিয়েছেন, মেলবোর্নে খেলা ইনিংসটি সিরিজের পক্ষে গুরুত্বপূর্ণ ছিল। এর আগে ২০১৪ সালে লর্ডসে করা ১০৩ রানের ইনিংসকে সেরা বলে বর্ণনা
Read more