‘খেলা হবে’ রাজনৈতিক রেষারেষির মাঝে একটুকরো মিষ্টি

শুভ্রাংশু রায় “প্লিজ দাদা এই মিষ্টিটা ফেরত নিন। আমি মুখে দিইনি। আমায় ওইটা মানে ‘খেলা হবে’ মিষ্টিটা দিন।” বেশ কিছুদিন প্রায় দুই সপ্তাহ আগে, সপ্তাহের প্রথমদিন সোমবার সন্ধ্যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন হিন্দুস্তান সুইটসের আদি শাখায় এই কাতর অনুরোধ এক মাঝবয়সি ভদ্রলোকের। ভোট শুরুর এক-দু’দিন আগে। আড়চোখে তাকিয়ে দেখলাম, পাশে ভদ্রলোকের স্ত্রীর কৌতূহল মেশানো সম্মতিসূচক হাসি উপহার দিলেন। বোঝা গেল,
Read more