Latest News

Popular Posts

সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা…কী বলছে হাওয়া অফিস?

সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা…কী বলছে হাওয়া অফিস?

Mysepik Webdesk: সামনের সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এ রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ ঊর্ধ্বমুখী হবে বঙ্গে। মঙ্গল ও বুধবারের তুলনায় কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়ে বৃহস্পতিবার। শুক্রবারও এই গ্রাফ উপরের দিকে চড়তে থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন: কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে করোনা আক্রান্ত একসঙ্গে ২৯ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাসের অবাধ যাতায়াতে বাধা সৃষ্টি হয়েছে, সেই কারণেই শীত কমছে বঙ্গে। এদিকে বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভোরের দিকে কুয়াশার দাপট দেখা গিয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গে একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে ভোরে দৃশ্যমানতা কম থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রজ্জ্বল হবে দিন। এই আবহে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির ভ্রূকুটি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে।

আরও পড়ুন: শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত বিজেপির

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই তুষারপাতের সম্ভাবনা বাড়বে। আজ, শুক্রবার ও কাল শনিবার ঘন কুয়াশার সর্তকতা। অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা হবে আগামী ৪৮ ঘণ্টায়। তারপর থেকে পরিষ্কার আকাশ। আগামী তিন দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তার পরেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *