Mysepik Webdesk: ৫ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরার প্রয়োজন নেই। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি নির্দেশিকায় এমনটাই জানিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রের তরফেকোভিড সংক্রান্ত একাধিক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যগুলিকে সেই নির্দেশিকা মানতে হবে বলে জানানো হয়েছে। ওই নির্দেশিকায় শিশুদের মাস্ক পরার বিষয়ে একথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মাস্ক পরে কখনোই ব্যায়াম নয়
মাস্ক পরার বিষয় ছাড়াও করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনাজয়ীদের পরবর্তী সময়ে কোনও শারীরিক জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ বছর বা তার কমবয়সি শিশুদের ক্ষেত্রে মাস্ক পরার কোনও দরকার নেই। ৬ থেকে ১১ বয়সী শিশুরা তাদের অবিভাবকের তত্ত্বাবধানে মাস্ক পরতে পারেন। ১২ এবং তার উপরে যাদের বয়স, তাদের পূর্ণবয়স্কদের মত নিয়ম মেনেই মাস্ক পরতে হবে।