‘পুশ-পুল’ প্রযুক্তিতে তৈরি চিত্তরঞ্জনের রেলের ইঞ্জিন ‘তেজস’ চলবে দুরন্ত গতিতে

Mysepik Webdesk: পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) ভারতে প্রথম ‘পুশ-পুল’ প্রযুক্তিতে তৈরি করল লোকো ইঞ্জিন। এই ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে ‘তেজস এক্সপ্রেস লোকো’। এই ইঞ্জিনটির ডিজাইন এমনভাবে বানানো হয়েছে, যাতে চলার সময় সেটির সঙ্গে বাতাসের সংঘর্ষ অনেকটাই কম হবে। এর ফলে ইঞ্জিনটি কম বাধায় অনেক দ্রুতগতিতে ছুতে পারবে। এতে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি তুলনামূলক অনেক কম সময় নেবে।
আরও পড়ুন: কীভাবে জানবেন কোন অ্যাপগুলি আপনার ফোনকে স্লো করছে?
জানা গিয়েছেন, ইঞ্জিনটির সামনের দিকে অংশটি ‘এরোডায়নামিক’ হবে। এদিন এই ইঞ্জিনটি উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার শীর্ষ কর্তা এবং কর্মীরা। সংস্থার দাবি, ৫ বিভাগের উন্নতর সংস্করণের ইঞ্জিনটি একসঙ্গে ১৬ টি কোচ অনায়াসে টানতে সক্ষম। রাজধানী-সহ ভারতের যেকোনও প্রিমিয়াম ট্রেনকে নিয়ে খুব সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবে এই ইঞ্জিনটি। পাশাপাশি এটি হাওড়া থেকে নয়াদিল্লি পর্যন্ত যাত্রার সময় আরও ৯০ মিনিট পর্যন্ত কমিয়ে দেবে। এই ইঞ্জিনের ‘কম্পোজিট কনভার্টার’ গোটা ট্রেনে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবা দিতে পারবে। তাই আলাদাভাবে জেনারেটর ভ্যান জোড়ার প্রয়োজন হবে না। CLW -এর দাবি, এই ইঞ্জিন লাগিয়ে ট্রেন চালানোর ফলে আয় বাড়বে রেলওয়ের।