ভোট অধিকার নিয়ে নাগরিক সচেতনতা বোলপুরে

Mysepik Webdesk: নিজস্ব গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। নিজের ভোট নিজে দিন। কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। ভারতের সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে ভোট দেবার ক্ষেত্রে, আমার-আপনার মতো একজন সাধারণ মানুষকে আমাদের দেশের সংবিধান যে অধিকার দিয়েছে তা প্রয়োগ করুন। গড়ে তুলুন এমন এক সচেতন নাগরিক সমাজ, যে সমাজ হবে মানুষের অধিকারের সপক্ষে, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে, সংবিধান নির্দেশিত পথে দেশের ও দশের মঙ্গলের জন্য কাজ করবে, সারা বছর। এই বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় বোলপুরে রোটারী ভবনে। “গনতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের ভূমিকা” বিষয়ক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয় ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর পক্ষ থেকে। ইলেক্ট্রন
আরও পড়ুন: নদিয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক যুবক
এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের রাজ্য কো-অর্ডিনেটর ডঃ উজ্জ্বয়নী হালিম, বীরভূম ডিষ্ট্রিক সোস্যাল এ্যক্টিভিষ্ট সোসাইটির সম্পাদক সমাজকর্মী নুরুল হক, মনীষা বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন শিক্ষক, আইনজীবি সহ অনান্যরা।