আপাতত ক্লাস এবং পরীক্ষা অনলাইনেই, কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাজ্যের সিদ্ধান্ত

Mysepik Webdesk: দেশজুড়ে করোনার দাপট অনেকটা কমলেও এখনই খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। সেই কারণেই স্নাতক স্তরের প্রথম তৃতীয় ও পঞ্চম এবং স্নাতকোত্তরের প্রথম ও তৃতীয় পর্বের সেমিস্টারের ক্লাস ও পরীক্ষাগুলি অনলাইনেই নেওয়া হবে। এদিন উপাচার্য ও শিক্ষামন্ত্রীদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপাচার্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর। সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত আপাতত এই পদ্ধতিতেই পঠন-পাঠন চলবে।
আরও পড়ুন: ধর্মতলায় আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি খোলা ছাড়াও বৈঠকে এদিন কলেজের হস্টেলগুলি খোলার ক্ষেত্রেও আলোচনা হয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, হস্টেল খোলা মানেই সেখানে ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়া বাড়বে। ফলে সেক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর বিষয়টাও উড়িয়ে দেওয়া যায় না। তবে ছাত্র-ছাত্রীদের প্রাকটিক্যাল করার জন্য প্রয়োজন হলে ল্যাবরেটরিগুলি চালু করার ক্ষেত্রে সায় দিয়েছে রাজ্য সরকার।