কোচ ছাঁটাই নর্থ-ইস্টের, স্থলাভিষিক্ত খালিদ জামিল

Mysepik Webdesk: টানা সাত ম্যাচে জয় নেই নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র। তাই ইন্ডিয়ান সুপার লিগের মাঝপথেই ছেঁটে ফেলা হল ‘হাইল্যান্ডার্স’-এর হেড কোচের দায়িত্ব সামলানো জেরার্ড নাসকে। কয়েকদিন আগেই বেঙ্গালুরু তাদের কোচ এফসি কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এবার সেই ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হল নর্থ-ইস্ট ইউনাইটেডের জেরার্ড নাসের নামও।

এবার তাঁর জায়গায় নর্থ-ইস্টের দায়িত্ব সামলাবেন খালিদ জামিল। অসম-ভিত্তিক আইএসএলের এই ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে এ কথা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ”জরুরি ভিত্তিতে এনইইউএফসি ফুটবল ক্লাব হেড কোচ জেরার্ড নাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করছে। ক্লাবের ফুটবল দর্শন এবং লক্ষ্যের সঙ্গে স্প্যানিশ কোচের ট্যাকটিকস খাপ না খাওয়ার কারণেই এই সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। মিস্টার জেরার্ড নাসকে তাঁর কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চায় ক্লাব। একইসঙ্গে ক্লাব তাঁর ভবিষ্যতের জন্যও শুভেচ্ছা জানায়। বাকি মরশুমের জন্য খালিদ জামিলকে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে করা হল।’’ উল্লেখ্য, বলিউড অভিনেতা জন আব্রাহামের মালিকানাধীন ক্লাবটির পরের ম্যাচ ১৭ জানুয়ারি জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।