পূর্ণ সময়ের জন্য কোচিং মনোযোগ, খেলোয়াড়ি জীবনে ব্যতিক্রমী বিদায় ওয়েন রুনির

Mysepik Webdesk: খেলোয়াড়ি জীবনে এ এক অদ্ভুত পরিসমাপ্তি। নভেম্বরের শেষ থেকেই ডার্বির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ওয়েন রুনি। তবে এবার তিনি মনস্থির করলেন যে, কোচিংয়ে সময় দেবেন পুরোপুরিভাবে। খবর পাওয়া গিয়েছে, আড়াই বছরের চুক্তিতে তিনি ডার্বির কোচের ভূমিকায় অবতীর্ণ হবেন বলে সই করেছেন। এবং এর ফলে তাঁর বর্ণময় ফুটবল কেরিয়ারেরও সমাপ্তি ঘটতে চলেছে।
আরও পড়ুন: ৩৭ বলে সেঞ্চুরি, আরও এক আজহারউদ্দিনের কীর্তি

৩৫ বছরের রুনি নিজেই জানিয়েছেন তাঁর পূর্ণ মাত্র কোচিং নিয়ে আসার খবরটি। উল্লেখ্য যে, তিনি ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ব্যতিক্রমী ভাবে। কারণ সচরাচর মরশুম বা টুনামেন্ট শেষে ফুটবলাররা তাঁদের খেলোয়াড়ি জীবনে ইতি টানেন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখলেন ২০০২ সালে এভারটনের হয়ে সিনিয়র পর্যায়ে ফুটবল মাঠে পদার্পণ করা ওয়েন রুনি। তাঁর ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ ৫৩টি গোল করার রেকর্ড রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালের বিরুদ্ধে গোল করা রুনি ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন ১২০টি ম্যাচও। এটিও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।