করোনার নতুন স্ট্রেনের উদ্বেগ, মহারাষ্ট্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত লকডাউন

Mysepik Webdesk: ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে যার সংক্রামক ক্ষমতা আগের চেয়ে অন্তত ৭০ শতাংশ বেশি। সেই কারণে করোনাভাইরাস যাতে মারাত্মকভাবে ছড়িয়ে না পড়ে, তার জন্য বড়োসড়ো পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত মহারাষ্ট্রে বাড়ানো হচ্ছে লকডাউন। বর্তমানে চলতে থাকা কোভিড সংক্রান্ত গাইডলাইন বজায় থাকবে ওই দিন পর্যন্ত। পরবর্তী সময়ে পরিস্থিতি বিচার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ভারতে বাড়ছে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা, কলকাতায় ১

ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন দিল্লির বলে জানা গিয়েছে। আক্রান্ত ১৪ জন ব্রিটেন থেকে ফিরেছেন ৷ তাঁদের কোয়ারেন্টাইনে রেখে বিশেষভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।