কালীঘাটে নির্বাচন নিয়ে কোর কমিটির বৈঠক

Mysepik Webdesk: সোমবার অর্থাৎ আজ দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নির্বাচনের তালিকা নিয়ে একটি বৈঠক হয়ে গেল। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রাযকে প্রশ্ন করা হলে প্রথমত তিনি বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে থাকেন। তিনি জানান এটি তৃণমূলের আভ্যন্তরীণ বৈঠক। এই নিয়ে তিনি সাংবাদিকদের কাছে কোন রকম মুখ খুলতে চাননি। পরে অবশ্য তিনি জানিয়েছেন ভোট কিভাবে হবে তা নিয়ে একটি বৈঠক হয়েছে এবং তা সম্পূর্ণভাবে সাংবাদিকদের সামনে প্রকাশ করা সম্ভব নয়। পরে তা নিযে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানাবেন এবং ভোট কিভাবে হবে না হবে এই নিয়ে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: ২১-এ মমতার জয়, ২৪-এ সারা দেশে ফ্যাসিস্ট শক্তির পরাজয়: ব্রাত্য বসু
সৌগত রাযকে প্রশ্ন করা হয় এবারের নির্বাচনে মহিলাদের জন্য আলাদা করে কিছু থাকছে কি না।সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন প্রতিবছর যা থাকে, এ বছর ও তা থাকবে। এক কথায় বলা যেতে পারে কালীঘাটে এদিন যে কোর কমিটির বৈঠক ছিল তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, সুব্রত বক্সি, সৌগত রায় সহ আরো অনেকেই। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে তা কিন্তু এখনও স্পষ্ট নয়।