করোনা আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী, রাতেই ভর্তি হাসপাতালে

Myspeik Webdesk: করোনা আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। মঙ্গলবার গভীর রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে।
আরও পড়ুন: দূর্গা সেজে কট্টরপন্থীদের রোষের মুখে নুসরত, কেন্দ্রের কাছে চাইলেন নিরাপত্তা
জানা গিয়েছে, সোহমের শরীরে বেশ কিছুদিন ধরেই মৃদু উপর্সগ দেখা দিয়েছিল। তাই তিনি করোনা পরীক্ষা করান। মঙ্গলবার রাতে তাঁর পজিটিভ রিপোর্ট আসে। তারপরই তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। সোহমের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আরও পড়ুন: জোহরা সায়গলের ছবি ‘নিচা নগর’ মুক্তি পেয়েছিল আজকের দিনেই, ডুডলে তাঁকে সম্মান জানাল গুগল
এর আগেও টলিউডের নানা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হয়েছিলেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েলের স্বামী নিশপাল রানে, পরিচালক রাজ চক্রবর্তী।