করোনা আক্রান্ত হরিয়ানার হোম মিনিস্টার অনিল ভিজ

Mysepik Webdesk: হরিয়ানার হোম মিনিস্টার তথা স্বাস্থ্যমন্ত্রকের পোর্টফোলিও অনিল ভিজ করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এ-সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন, ”যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরাও যাতে করোনার টেস্ট করিয়ে নেন।” নভেম্বরে করোনার ভ্যাকসিনের তৃতীয় পরীক্ষায় প্রথম স্বেচ্ছাসেবক ছিলেন অনিল ভিজ।