করোনা আক্রান্ত সুয়ারেজ, খেলবেন না ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্ব ম্যাচে

Mysepik Webdesk: ফুটবলপ্রেমীদের জন্য খারাপ খবর, উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ আক্রান্ত হয়েছেন করোনায়। তিনি ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্ব ম্যাচে খেলবেন না। যা নিয়ে চিন্তায় উরুগুয়ে ফুটবল থিঙ্কট্যাঙ্ক।
আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগ: ফুটবলার-স্টাফ সহ ১৬ জন করোনা আক্রান্ত
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএফ) সূত্রে জানা গেছে, উরুগুয়েকে ২০২২ সালের কাতার ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের বিপক্ষে বাছাইপর্ব খেলতে হবে। সুয়ারেজের আগে গোলরক্ষক রদ্রিগো মুনোজ এবং এক দলের আধিকারিককেও সংক্রামিত দেখা গেছে। যদিও তিনজনের শারীরিক কোনও জটিলতা নেই।