করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ভর্তি হাসপাতালে

Mysepik Webdesk: ফের করোনার থাবা গেরুয়া শিবিরে। করোনা আক্রান্ত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির নবান্ন অভিযানের পরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অসুস্থতা বোধ করেন। শরীরে প্রবল জ্বর থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরীরে করোনা উপসর্গ থাকায় তাঁর কোভিড টেস্ট করানো হয়। শুক্রবারই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকান্ড গনেশ চন্দ্র এভিনিউর বহুতলে, মৃত ২
অসুস্থ থাকায় গত এক সপ্তাহ ধরেই তিনি নিউটাউনে তাঁর বাড়িতে ছিলেন। বাতিল করা হয়েছিল তাঁর একাধিক কর্মসূচি। পরে চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগেও রাজ্য বিজেপি থেকে প্রথম সারির একাধিক নেতা-নেত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়েছিলেন অনুপম হাজরা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলও।