Mysepik Webdesk: দেশে একদিনে করোনা সংক্রমণ আড়াই লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। বৃহস্পতিবার কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। আগে দিনের তুলনায় ২৭ শতাংশ বেশি। মৃত্যু হয়েছে ৩৮০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৮২৫ জন। এই মুহূর্তে দেশে একটিভ আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন। পজিটিভিটি রেট ১৩.১১ শতাংশ। দেশে একদিনে শুধুমাত্র ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮ জন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি
এদিকে গত দু’বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে করোনার নতুন স্ট্রেনগুলি রীতিমতো ত্রাসের সঞ্চার করেছে। নতুন দোসর ওমিক্রন। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে শুরু হয়েছে ‘বুস্টার’ টিকাকরণ। অর্থাৎ, যাদের দু’টি ডোজ ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, তাদের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর মন্তব্য করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।