বাড়ছে করোনার প্রকোপ, ইংল্যান্ডের একাংশ ফের ফিরতে চলেছে লকডাউনে

Mysepik Webdesk: চলছে উৎসবের মরসুম। হাতে গুনে আর মাত্র কয়েকদিন বাকি ক্রিসমাসের। কিন্তু এর মধ্যেই ইংল্যান্ডে নতুন করে বৃদ্ধি পেতে চলেছে করোনার প্রকোপ। বিশেষজ্ঞদের দাবি, জিনের পরিবর্তন করে তৈরি হওয়া ওই নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা আগের থেকে আরও ৭০ শতাংশ বেশি। ফলে উপায়ান্তর না দেখে ফের ইংল্যান্ডের একাংশে লকডাউনের ঘোষণা করে সরকার। শনিবার একটি সাংবাদিক সম্মেলনে বরিস জনসন বলেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ক্রিসমাস পালনের পরিকল্পনা বদলাতে হবে। এছাড়া অন্য কোনও বিকল্প আমার কাছে নেই।”
আরও পড়ুন: কাবুলে ফের গাড়িবোমা বিস্ফোরণে মৃত ১২

মূলত লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে এলাকার মধ্যে ইংল্যান্ডের এক তৃতীয়াংশ মানুষের বাস। এতদিন পর্যন্ত সেখানে চালু ছিল থ্রি-টায়ার সিস্টেমের নিষেধাজ্ঞা। ছাড় ছিল অনেক কিছুতেই। কিন্তু এবার সেখানে টায়ার ৪ লেভেলের নিষেধাজ্ঞা জারি হল। এক্ষেত্রে নতুন এই নিষেদ্ধাজ্ঞায় অফিস বা জরুরি কাজ ছাড়া কোনও ভাবেই বাইরে যাওয়া যাবে না। জরুরি নয়, এমন ধরনের জিনিসের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি রেস্তোরাঁ কিংবা সিনেমা হল ও অন্যান্য বিনোদনের জায়গাও বন্ধ রাখা হবে। কেউ বাইরে সর্বোচ্চ একজনের সঙ্গে দেখা করতে পারবেন। তবে আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কেবল ২৫ ডিসেম্বর বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে।