পাকিস্তান দলের ৬ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ, প্রোটোকল ভাঙার অভিযোগ

Mysepik Webdesk: নিউজিল্যান্ড সফরে গেছেন পাকিস্তান ক্রিকেটাররা। তবে পাকিস্তান দলের ৬ জন খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে পাক দলের ট্রেনিং বন্ধ হয়ে গেছে। এছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কিছু অতিথির বিরুদ্ধে বায়ো-সিকিওর প্রোটোকল ভঙ্গ করার অভিযোগ করেছে।
আরও পড়ুন: বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে মারাদোনা
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে এই বিষয়টি নিশ্চিত করেছে। যদিও তারা আক্রান্ত খেলোয়াড়ের নাম বলেনি। মঙ্গলবার বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল নিউজিল্যান্ডে পৌঁছেছে। এখানে তারা ১৪ দিনের কোয়ারেন্টাইনে ট্রেনিং নিচ্ছিল। নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ১৮ ডিসেম্বর থেকে অকল্যান্ডে তিন টি-২০ এবং এরপর ২ টেস্টের সিরিজ খেলবে।