করোনা: সুরাত, ভদোদরা, রাজকোটের সেন্ট্রাল জোনের চা-দোকান আজ থেকে ৩ দিনের জন্য বন্ধ থাকবে

Mysepik Webdesk: আহমদাবাদের পরে গুজরাতের সুরাত, ভদোদরা এবং রাজকোট শহরে নাইট কারফিউ জারি করা হয়েছে। একইসঙ্গে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেখে পৌরসভা তিন দিনের জন্য কেন্দ্রীয় জোনের অনেক এলাকায় চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। যেসব জায়গায় চা-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে নানপুরা, সালাবতপুরা, বেগমপুরা, মহিধরপুরা, গোপীপুরা, সোনি এবং ওয়াদি ফালিয়া অঞ্চল।
আরও পড়ুন: ১৩ কোটি করোনা টেস্টের নজির
এই অঞ্চলগুলিতে চা-দোকানপাট বন্ধ হওয়ার পরে পৌর কমিশনার বানচানানিধি পানি হোটেল এবং কর্নার স্টলগুলিকে একটি আলটিমেটাম দিয়েছেন। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, গাইডলাইন না মানলে তাদের দোকানগুলি সিল করে দেওয়া হবে। ভাইরাস প্রতিরোধের জন্য পৌরসভা ব্যাপক পরিমাণে কাজ শুরু করেছে। করোনার তদন্তের জন্য ডোর টু ডোরের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় সেন্টার তৈরি করা হচ্ছে। পৌরসভার চিকিৎসক সমিতির সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। সভায় হাসপাতালের জন্য বেড, অক্সিজেন, ভেন্টিলেটর ও কর্মচারীদের সরবরাহের বিষয়ে আলোচনা হয়। হাসপাতালের সহায়তার জন্য পৌরসভা ৯০ ধন্বন্তরি রথ (গাড়ি) মোতায়েন করেছে।