করোনা: গত ২৪ ঘণ্টায় দেশে এই মাসে দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যা

Mysepik Webdesk: দেশের করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এমন পরিসংখ্যান বড় স্বস্তির কারণও। সোমবার ৮,৬৮৯ নতুন রোগী পাওয়া গেছে। ১৩,৫৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৭৭ জন রোগী প্রাণ হারিয়েছেন। এইভাবে, সক্রিয় মামলার সংখ্যা, অর্থাৎ চিকিৎসাধীন রোগীদের সংখ্যা হ্রাস পেয়েছে হয়েছে ৪,৯৭৩।
আর পড়ুন: লালকেল্লা হিংসা মামলার অন্যতম অভিযুক্ত দীপ সিধু গ্রেপ্তার

এই মাসে দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যা এটি। এর আগে, ১ ফেব্রুয়ারি আক্রান্তের সংখ্যা ছিল ৮,৫৭৯। এ পর্যন্ত দেশে ১.০৮ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১.০৩ কোটি মানুষ সুস্থ হয়েছেন। ১.৫৫ লক্ষ মানুষ মারা গেছেন এবং ১.৪৪ লক্ষ মানুষ চিকিৎসাধীন। এই পরিসংখ্যানগুলি covid19india.org থেকে নেওয়া হয়েছে।