দেশে শুরু হয়ে গেল করোনা টিকাকরণ, উদ্বোধন প্রধানমন্ত্রীর

Mysepik Webdesk: দেশে আজ শুরু হয়ে গেল করোনাভাইরাসের গণ-টিকাকরণ। এদিন সকাল সাড়ে দশটায় এই কার্যসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘টিকা নেওয়ার পরেও মাস্ক পরুন, দূরত্ববিধি ও সতর্কতা মেনে চলুন। ভ্যাকসিনের সময়ে করোনার সময়ের মতো ধৈর্য ধরুন। এত বড় টিকাকরণ কর্মসূচি ইতিহাসে আগে হয়নি। বিশ্বের শতাধিক দেশ আছে, যেখানে জনসংখ্যা ৩ কোটির কম। দ্বিতীয় ধাপে ভ্যাকসিন প্রাপকদের সংখ্যা ৩০ কোটিতে নিয়ে যাব।’’ উল্লেখ্য যে, এই কর্মসূচিকে বলা হচ্ছে বিশ্বের অন্যতম বড় টিকাদান কর্মসূচি। টিকা দেওয়া হবে সব রাজ্য মিলিয়ে ৩০০৬ সেন্টারে। ৩ লক্ষ ভারতীয় স্বাস্থ্যকর্মী প্রথম দিনে টিকা পেতে চলেছেন।
আরও পড়ুন: শতাব্দী পেরিয়ে ভ্যাকসিনের ইতিকথা: স্মলপক্স-বিসিজি থেকে করোনার ভ্যাকসিনের দিকে ভারত
টিকাকরণের আওতায় স্বাস্থ্যকর্মী সহ প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে। পরের ধাপে ৫০ ঊর্ধ্ব ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে, যাদের শরীরে বড় কোনও অসুখ আছে। অক্সফোর্ড এবং ভারত বায়োটেক টিকা উৎপাদন করেছে। মানুষের আশা, এই টিকা দানের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পাবে দেশের নাগরিক। ইতিমধ্যে ভারতের ৭০০ জেলায় প্রায় দেড় লক্ষ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।