সোমবার থেকে করোনা টিকা বন্টনের মহড়া শুরু হচ্ছে এই চার রাজ্যে

Mysepik Webdesk: ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে করোনার টিকাকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই এই দেশের জনগণকেও করোনার টিকাকরণ করা হবে। কিন্তু কী পদ্ধতি মেনে সঠিকভাবে সেই টিকা সাধারণের মধ্যে বন্টন করা হবে, তার খসড়া ইতিমধ্যেই তৈরি করেছে কেন্দ্র। এই প্রক্রিয়ায় পিছিয়ে নেই রাজ্যগুলিও। সেই কারণেই আগামী সোমবার দেশের চার প্রান্তিক রাজ্যে শুরু হতে চলেছে টিকাকরণ পদ্ধতির মহড়া। এই চারটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, অসম এবং গুজরাত।
আরও পড়ুন: মাত্র ২১ বছর বয়সেই দেশের সবচেয়ে কনিষ্ঠতম মেয়রের স্বীকৃতি পেলেন কেরালার আর্যা রাজেন্দ্রন

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে যারা ভ্যাকসিন পেতে চলেছেন, তাদের কাছে প্রথমে এসএমএস যাবে। সেই মেসেজে জানানো হবে কোথায়, কখন এবং কে তাঁদের ভ্যাকসিন দেবেন। লক্ষ রাখা হবে ভ্যাকসিন নেতার পর কারোও শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা। কেন্দ্রীয় সার্ভারের সাহায্যে তার উপরেও নজর রাখা হবে। এই মহড়ার জন্য ২৩৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহড়ার জন্য দেশের চারটি রাজ্যের মধ্যে থেকে বেছে নেওয়া হবে দু’টি করে জেলাকে।