করোনার ভ্যাকসিনের সাইড এফেক্ট নপুংসক হয়ে যাওয়া, গুজব উড়িয়ে দিল DCGI

Mysepik Webdesk: রবিবার ভারতের দু’টি করোনা ভ্যাকসিনকে অনুমোদন করেছে ড্রাগস কন্ট্রোলার জেনারল অফ ইন্ডিয়া (DCGI)। সেগুলি হল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে গুজব উঠেছে, ওই দু’টি ভ্যাকসিন গ্রহণ করলে নাকি তাঁর সাইড এফেক্ট হিসেবে মানুষ নপুংসক হয়ে যাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অনেকেই ভ্যাকসিন গ্রহণ করে অনীহা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে অনুমোদন ড্রাগ কন্ট্রোলার-জেনারেল অব ইন্ডিয়ার
তবে এ দিন এই গুজব একেবারেই উড়িয়ে দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারল অফ ইন্ডিয়া। তারা দেশজুড়ে ছড়িয়ে পড়া এই গুজবকে সর্বৈব রূপে মিথ্যা বলে দাবি করেছেন। পাশাপাশি সংস্থা জানিয়েছে, এই ধরণের ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকতে। সংস্থা আরও জানিয়েছে, যে ভ্যাকসিনগুলিকে তারা স্বীকৃতি দিয়েছে, সেগুলি আগে থেকেই পরীক্ষিত এবং সেগুলি ১১০ শতাংশ সুরক্ষিত। তবে এই ভ্যাকসিন গ্রহণ করার পর সামান্য জ্বর, মাথা ব্যাথা কিংবা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে যা যেকোনও ভ্যাকসিন শরীরে গ্রহণ করার পর দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। এই উপসর্গগুলি একেবারেই স্বাভাবিক।