করোনার নতুন স্ট্রেনের সন্ধান অন্ধ্রপ্রদেশের মহিলার শরীরে!

Mysepik Webdesk: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এক মহিলার দেহে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি উঠছে। এই দাবি উঠতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রির বাসিন্দা ওই মহিলা মঙ্গলবার লন্ডন থেকে বিমানে দিল্লি ফেরেন। দিল্লির বিমানবন্দরে পরীক্ষার সময় তাঁর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। কিন্তু কোভিড টেস্টের রিপোর্ট আসার আগেই তিনি বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন: করোনার নতুন অবতার, কর্নাটকে জারি নাইট কার্ফু

জানা গিয়েছে, তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি বিমানবন্দর থেকে পালিয়ে যান। সেখান থেকে বেরিয়ে তিনি বিশাখাপত্তনমগামী একটি ট্রেনে উঠে পড়েন। শুধু তাই নয়, পুলিশ তাঁর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করছে বুঝতে পেরে তিনি তাঁর মোবাইলটিও সুচ অফ করে দেন। অন্ধ্রপ্রদেশ সরকারের আশঙ্কা, তিনি তাঁর যাত্রাপথে অগণিত মানুষের সংস্পর্শে এসেছেন। ফলে তাঁর থেকে অনেকেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রেনে ওই মহিলার সঙ্গে তাঁর ছেলেও ছিলেন। তবে ওই মহিলার শরীরে আদৌ করোনাভাইরাসের নতুন ধরণের স্ট্রেনের উপস্থিতি ছিল কিনা, তা অবশ্য নিশ্চিতভাবে জানা যায় নি।